মাহফুজ আনামকে ২৪ মার্চ আদালতে হাজিরার নির্দেশ
ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে পাবনায় দায়ের হওয়া মানহানি মামলায় সমন জারি করেছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে মামলার শুনানি শেষে পাবনা আমলী আদালত-১ বিচারক রেজাউল করিম এ আদেশ দিয়ে আগামী ২৪ মার্চ মাহফুজ আনামকে স্বশরীরে আদালতে হাজির হবার নির্দেশ দিয়েছেন।
মামলার আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহ আলম বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, গত ১৬ ফেব্রুয়ারি পাবনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল রহিম লাল বাদী হয়ে ৫০০/৫০১ ধারায় ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। আদালত ওইদিন মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য পাবনা থানার ওসিকে নির্দেশ দেন।
ওসি আব্দুল্লাহ আল হাসান তদন্ত শেষে বৃহস্পতিবার আদালতে প্রতিবেদন দাখিল করলে আদালত মামলাটি গ্রহণ করে মাহফুজ আনামের বিরুদ্ধে সমন জারি করেন। একই সঙ্গে তাকে আগামী ২৪ মার্চ স্বশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
একে জামান/এমএএস/আরআইপি