জোভাগো বাংলাদেশের নতুন এমডি কায়েস আলী
দেশের প্রথম সারির ও অগ্রগামী হোটেল বুকিং প্ল্যাটফর্ম জোভাগো বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিযুক্ত হয়েছেন কায়েস আলী। ১৪ ফেব্রুয়ারি থেকে নতুন পদে তার নিয়োগ কার্যকর হয়েছে। কায়েস আলী এর আগে হোটেল আগ্রাবাদের ব্র্যান্ডিং ও মার্কেটিং বিভাগের পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন।
জোভোগা বাংলাদেশের প্রথম ব্যবস্থাপনা পরিচালক সারজিল হান্নানের স্থলাভিষিক্ত হলেন কায়েস আলী। ২০১৫ সালে জোভোগার জন্মলগ্ন থেকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন সারজিল হান্নান।
জোভাগো বাংলাদেশ একটি রকেট ইন্টারনেট এআইজি উদ্যোগ এবং আফ্রিকার সর্ববৃহৎ হোটেল বুকিং প্লাটফর্ম; যা বিশ্বের দুই লাখেরও বেশি হোটেলে বুকিংয়ের ব্যবস্থা করে থাকে।
বন্দর নগরী চট্টগ্রামে জন্ম নেয়া কায়েস আলী ডিজিটাল বাংলাদেশে অনলাইন হোটেল বুকিংয়ে অগ্রণী ভূমিকা পালন করছেন। কায়েস আলীর পরিবার চট্টগ্রামের হোটেল আগ্রাবাদের মালিক। যুক্তরাজ্য থেকে তথ্য প্রযুক্তির উপর স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর তিনি পারিবারিক হোটেলে কর্মরত থেকে রিব্র্যান্ডিং ও মার্কেটিংয়ের উপর বিস্তর অভিজ্ঞতা অর্জন করেন।
জার্মান রকেট ইন্টারনেট ও কাতারের সর্ববৃহৎ টেলিকম প্রতিষ্ঠান অরেডোকে সাহায্য করার পর তিনি এখন নিযুক্ত হয়েছেন ডিজিটাল স্রোতকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এবং সারা দেশের হোটেলগুলোকে জোভাগো বাংলাদেশের মাধ্যমে তাদের রুম বুকিংয়ে সাহায্য করার জন্যে। আশা করা হচ্ছে, এর মাধ্যমে স্টার মানধারী হোটেলগুলোর সেবা আরো সামনে এগিয়ে নেয়া যাবে; যা দেশের পর্যটনশিল্পের বিকাশে বাড়তি সুবিধা দেবে।
ঠিকানা আগে থেকে না জানা বা নাম না জানা হোটেলগুলো এখন এই অনলাইন বুকিংয়ের আওতায় আসবে। এরফলে মানুষ নিজের পছন্দ ও সাধ্য অনুযায়ী হোটেলগুলো সহজে খুঁজে পাবেন। এ সুবিধা অবকাশ যাপন ও ব্যবসায়ীক ভ্রমণও আগের চেয়ে আকর্ষণীয় করে তুলবে এবং অনলাইনে বুকিংয়ের উপর মানুষের আস্থা আরো বাড়িয়ে দেবে।
এসএ/এনএফ/আরআইপি