আজ বইমেলা শুরু দুপুর ১টা থেকে
বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলার শেষ দিন আজ। প্রকাশক ও বিক্রেতাদের দাবির মুখে আজ বইমেলার সময় আরো ১ ঘন্টা বাড়িয়ে দিয়েছে বাংলা একাডেমি। ২৪ ফেব্রুয়ারির ঝড়ের কারণে ২৬ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত মেলার শুরুর সময় ১ ঘন্টা করে এগিয়ে এনেছিল বাংলা একাডেমি। কিন্তু প্রকাশকদের অব্যাহত দাবির কারণে সমাপনী দিনে মেলা আরো ১ ঘন্টা এগিয়ে দুপুর ১টা থেকে শুরুর ঘোষণা দেয়া হয়েছে। তাই আজ মেলা দুপুর ২টার পরিবর্তে ১টা থেকে শুরু হবে এবং চলবে রাত ৮টা পর্যন্ত।
বিকেল ৪টায় বইমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে ডিজিটাল বাংলাদেশ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন মোস্তফা জব্বার। আলোচনায় অংশগ্রহণ করবেন জাতীয় সংসদ সদস্য নাহিম রাজ্জাক, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শ্যামসুন্দর সিকদার এবং তারিক সুজাত। সভাপতিত্ব করবেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি।
সন্ধ্যা ৬টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে অমর একুশে বইমেলা ২০১৬-এর সমাপনী অনুষ্ঠান। প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি সচিব বেগম আক্তারী মমতাজ। শুভেচ্ছা বক্তৃতা প্রদান করবেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। বইমেলা ২০১৬-এর প্রতিবেদন উপস্থাপন করবেন অমর একুশে বইমেলা ২০১৬-এর সদস্য-সচিব ড. জালাল আহমেদ। এছাড়া রয়েছে যথারীতি সাংস্কৃতিক অনুষ্ঠান।
এআরএস/এমএস