ডিএমপির তিন ওসির রদবদল
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন থানার ওসিকে রদবদল করা হয়েছে। মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া সাক্ষরিত এক আদেশে এই তথ্য জানা গেছে।
মতিঝিল থানার ওসি বিএম ফরমান আলী আকন্দকে বিমানবন্দর থানায়, মুগদা থানার ওসি ওমর ফারুককে মতিঝিল থানায় এবং মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর বিভাগের পরিদর্শক এনামুল হককে মুগদা থানার ওসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
‘জনস্বার্থে’ ডিএমপির বিভিন্ন থানার ওসিদের বদলি করা হয়েছে বলে আদেশে উল্লেখ করেছেন ডিএমপি কমিশনার।
এআর/এসএইচএস/এমএস