ডিএমপির তিন ওসির রদবদল


প্রকাশিত: ০৮:৩৩ এএম, ০১ মার্চ ২০১৬

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন থানার ওসিকে রদবদল করা হয়েছে। মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া সাক্ষরিত এক আদেশে এই তথ্য জানা গেছে।
 
মতিঝিল থানার ওসি বিএম ফরমান আলী আকন্দকে বিমানবন্দর থানায়, মুগদা থানার ওসি ওমর ফারুককে মতিঝিল থানায় এবং মহানগর গোয়েন্দা (ডিবি) উত্তর বিভাগের পরিদর্শক এনামুল হককে মুগদা থানার ওসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
 
‘জনস্বার্থে’ ডিএমপির বিভিন্ন থানার ওসিদের বদলি করা হয়েছে বলে আদেশে উল্লেখ করেছেন ডিএমপি কমিশনার।

এআর/এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।