নওগাঁ হাসপাতালে রিক্সা-ভ্যানের ভিড়ে রোগীদের ভোগান্তি
সেবার মান ভাল হওয়ায় নওগাঁ সদর হাসপাতালে দিন দিন বাড়ছে রোগীর সংখ্যা। নামমাত্র ফি দিয়ে অভিজ্ঞ চিকিৎসকের সেবা পাওয়ায় জেলার বিভিন্ন উপজেলা থেকে ছুটে আসেন রোগীরা। কিন্তু হাসপাতালের মূল ফটকের মধ্যে রিক্সা, ভ্যান ও অটো রিক্সার ভিড়ে বিড়ম্বনা পোহাতে হয় রোগীদের।
সরেজমিনে দেখা গেছে, ছুটির দিন বাদ দিয়ে প্রতিদিন প্রায় সকাল সাড়ে ৮টা থেকে টিকিট কাউন্টারে টিকিটের জন্য রোগীদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়ে। আর টিকিট কাউন্টারের পাশেই হাসপাতালের মূল ফটকের ভিতর রিক্সা, ভ্যান ও অটোর রিক্সার ভিড়ে রোগীদের বিড়ম্বনা বেড়ে যায় কয়েকগুন।
জেলার মান্দা থেকে আসা বায়েজিদ হোসেন জানান, হাসাপাতালে ভিতরে রিক্সা, ভ্যান, অটো রিক্সা থাকায় জরুরি রোগী নিয়ে আসার সময় হাসপাতালের ভিতরে ঢুকতে বাঁধাগ্রস্থ হতে হয়। এমনকি কোনো কোনো সময় সাধারণ মানুষের চলাচলও কঠিন হয়ে পড়ে।
রিক্সা চালক নাজির উদ্দিনসহ কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, হাসপাতালের ভিতরে রিক্সা, ভ্যান রাখলে ভাড়া পেতে সুবিধা হয়। আর বাইরে রাখলে ভাড়া কম পাওয়া যায়। এজন্য তারা হাসপাতালের ভিতরে রিক্সা নিয়ে বসে থাকেন। এছাড়া হাসপাতাল থেকেও তাদের কখনো নিষেধ করা হয়নি।
সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. আনজুমান আরা জানান, যেহেতু দিন দিন বিপুল সংখ্যক রোগীর সমাগম হচ্ছে সেহেতু অনেক যানবাহনের আনাগোনা হয়ে থাকে। হাপসাতালের সামনে প্রাচীরের পাশে যে দোকানগুলো আছে তা সরিয়ে ফেলার জন্য তাদের নোটিশ দেওয়া হয়েছে। হাসপাতালে ভিতরে ভিড় না করে সেখানে রিক্সা, ভ্যানগুলো রাখতে পারবে। তাতে ভিড় ও ভোগান্তি কিছুটা হলেও কমবে।
আব্বাস আলী/এফএ/পিআর