ভারতের পেসারদের তোপে চাপে শ্রীলঙ্কা
এশিয়া কাপের গুরুত্বপূর্ণ লড়াইয়ে শুরুতেই শ্রীলঙ্কাকে চেপে ধরেছে ভারত। তিনি পেসার আশিস নেহরা, জাসপ্রিত বুমরাহর ও হারডিক পান্ডের বোলিং তোপে দলীয় ৩১ রানে তিন উইকেট হারায় তারা।
লঙ্কান শিবিরে প্রথম আঘাত হানেন অভিজ্ঞ বোলার নেহরা। ইনফর্ম ব্যাটসম্যান দিনেশ চান্দিমালকে ফেরান তিনি। পরের ওভারে বুমরাহ আউট করেন শিহান জয়সুরিয়াকে। তবে দারুন খেলতে থাকা তিলকারত্নে দিলশানকে (১৮) আশ্বিনের ক্যাচ বানিয়ে শ্রীলঙ্কাকে সবচেয়ে বড় ধাক্কা দেন হারডিক পান্ডে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৭ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ তিন উইকেটে ৩২ রান।
এর আগে মিরপুর শের-ই-বাংলায় টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক মহেদ্র সিং ধোনি। ম্যাচটি শুরু হয় সন্ধ্যা সাড়ে ৭টায়।
ইনজুরির কারণে ভারতের বিপক্ষেও নেই শ্রীলঙ্কান দলের অধিনায়ক লাসিথ মালিঙ্গা। তার পরিবর্তে অধিনায়কত্ব করছেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ।
এদিকে, এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে জিতে দারুণ ফুরফুরে মেজাজে ভারত। অপরদিকে বাংলাদেশের কাছে হেরে চাপে শ্রীলঙ্কা। ভারতের বিপক্ষে হারলে টুর্নামেন্ট থেকে বিদায় একরকম নিশ্চিত তাদের।
আরটি/একে/এবিএস