ভারতকে ১৩৯ রানের টার্গেট দিয়েছে লঙ্কানরা


প্রকাশিত: ০৩:১৩ পিএম, ০১ মার্চ ২০১৬

ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে এশিয়া কাপের গুরুত্বপূর্ণ লড়াইয়ে ভারতের বিপক্ষে বড় সংগ্রহ করতে পারেনি শ্রীলঙ্কা। টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে এদিন ভারতকে ১৩৯ রানের লক্ষ্য দিয়েছে ম্যাথিউজের দল। মূলত কাপুগেদেরা ও সিরিবর্দনার ৪৩ রানের জুটিতে সম্মানজনক সংগ্রহ পায় দলটি।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে নেমেই ভারতের পেসারদের তোপে পরে তারা। দুই পেসার আশিস নেহরা ও জাসপ্রিত বুমরাহর বোলিং তোপে দলীয় ১৫ রানে দুই উইকেট হারায় তারা। এরপর লঙ্কান শিবিরে আঘাত হানেন হারদিক পাণ্ডে।

চতুর্থ উইকেট জুটিতে মিলিন্দা সিরিবর্দনা ও চামারা কাপুগেদেরা ৪৩ রানের জুটি গড়ে দলের স্কোর একশত পার করেন। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন কাপুগেদেরা। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান করেন সিরিবর্দনা। এছাড়া তিলকারাত্নে দিলশান ও অ্যাঞ্জেলো ম্যাথিউজ উভয়ই ১৮ রান করে করেন।  

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। ভারতের পক্ষে পাণ্ডে, অশ্বিন ও বুমরাহ ২টি করে উইকেট পান। একটি উইকেট নেন নেহরা।

উল্লেখ্য, ইনজুরি সমস্যার কারণে ভারতের বিপক্ষে খেলেননি শ্রীলঙ্কার নিয়মিত অধিনায়ক লাসিথ মালিঙ্গা। তার পরিবর্তে অধিনায়কত্ব করছেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ।

আরটি/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।