লোহাগাড়ায় পিকনিকের বাস খাদে পড়ে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৭ এএম, ০২ মার্চ ২০১৬

চট্টগ্রামের লোহাগাড়ায় পিকনিকের বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৬ জন। নিহতদের নাম পরিচয় তাৎক্ষনিকভাবে জানা যায়নি।

বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে লোহাগাড়া সদরের চট্টগ্রাম কক্সবাজার সড়কে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম থেকে ম্যাব গার্মেন্টস নামের একটি পোষাক কারখানার শ্রমিকরা বাসে করে কক্সবাজার পিকনিকে যাচ্ছিলেন। তাদের বহনকারী বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাইরে খাদে পড়ে গেলে এ ঘটনা ঘটে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান ফায়ার সার্ভিস এবং পুলিশ যৌথভাবে উদ্ধার কাজ চালাচ্ছে।

জীবন মুছা/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।