লক্ষ্মীপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টায় শিক্ষক গ্রেফতার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআবদুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই ছাত্রীর বাবা বুধবার সকালে বাদী হয়ে রামগতি থানায় শিক্ষক সম্পদ চন্দ্র দাসকে আসামি করে এ মামলা করেন।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ওই শিক্ষককে চর ডাক্তারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। সম্পদ চন্দ্র দাস রামগতির চর গজারিয়া এলাকার সুমন্ত দাসের ছেলে ও চরআবদুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
পুলিশ ও সংশ্লিষ্টরা জানায়, উপজেলার চরআবদুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী (৯) বিদ্যালয়ের শিক্ষক সম্পদ চন্দ্র দাসের কাছে প্রাইভেট পড়তো। সোমবার বিকেলে স্কুল ছুটির পর সম্পদ চন্দ্র দাস প্রাইভেট পড়ানোর কথা বলে ছাত্রীকে একটি কক্ষে নিয়ে যায়। সেখানে দরজা-জানালা বন্ধ করে ধর্ষণের চেষ্টা করেন। পরে ওই ছাত্রী পরিবারের লোকজনকে ঘটনাটি জানায়।
রামগতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জাগো নিউজকে বলেন, ধর্ষণের চেষ্টার ঘটনায় ছাত্রী আদালতে জবানবন্দি দিয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।
কাজল কায়েস/এমজেড/এমএস