শাহজালালে যাত্রীর পায়ুপথে ২৪ লাখ টাকার স্বর্ণ


প্রকাশিত: ০১:২১ পিএম, ০৪ মার্চ ২০১৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পায়ুপথ থেকে ৬শ’ গ্রাম স্বর্ণের বার জব্ধ করেছে বিমানবন্দর আর্মড পুলিশ (এএপি)। এসময় ওই যাত্রীকে আটক করা হয়। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। জব্ধকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ২৪ লাখ টাকা।

আটক ওই বিমানযাত্রীর নাম তাসলিম হোসেন (২৯)। বাড়ি কুমিল্লার বুড়িচং থানায়। তিনি মালয়েশিয়া থেকে ঢাকায় আসেন।

এএপির সিনিয়র পুলিশ সুপার আলমগীর হোসেন শিমুল জানান, ওই যাত্রী (শুক্রবার) সকালে মালয়েশিয়া থেকে ইএ-০৮৭ ফ্লাইটে ঢাকায় আসেন। বিমানবন্দরের ২নং ক্যানোপী অতিক্রম করার সময় তার গতিবিধি সন্দেহ হয়। পরে দেহ তল্লাশি করে তার পায়ুপথ থেকে কনডমে মোড়ানো ৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, স্বর্ণের বারগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা কাস্টমসের গোডাউনে জমা দেয়া হয়েছে। এছাড়া তাসলিমের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

এআর/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।