অপহৃত ব্যক্তি উদ্ধার : মাইক্রোবাসসহ আটক ৩


প্রকাশিত: ০১:৩০ পিএম, ০৪ মার্চ ২০১৬

ঝিনাইদহের হরিণাকুণ্ডু থেকে সাইফুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে। এসময় একটি দুইনালা বন্দুক ও ১৬ রাউন্ড কার্তুজ এবং মাইক্রোবাসসহ তিনজনকে আটক করা হয়।

আটকরা হলো, কুষ্টিয়ার ফিরোজুর রহমান ওরফে ছলেমান, সেলিম হোসেন ও সাইদুল ইসলাম।

পুলিশ জানায়, সকালের দিকে খাদেম আলী মাস্টারের ছেলে ভুষিমাল ব্যবসায়ী সাইফুল ইসলামকে হরিণাকুণ্ডু শহর থেকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পথিমধ্যে তার চিৎকার শুনে রঘুনাথপুর বাজারের লোকজন মাইক্রোবাসটি আটক করে। লোকজন অপহরকারীদের ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পুলিশ হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।