জামালপুরে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামালপুর সদরের লাহিড়ীকান্দা গ্রামে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।
নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. আনছার উদ্দীন জাগো নিউজকে জানান, সদর উপজেলার বাশঁচড়া ইউনিয়নের লাহিড়ীকান্দা গ্রামের মো. মতিউর রহমান মতির মৃতদেহ বাড়ির পাশ্ববর্তী একটি শেওড়া গাছে ঝুলে থাকতে দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসী। পরে ঘটনাস্থল থেকে মতিউর রহমান মতির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃত মতিউর রহমান মতি বাশঁচড়া ইউনিয়নের লাহিড়ীকান্দা গ্রামের মৃত কাইউম উদ্দিনের ছেলে।
এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
শুভ্র মেহেদী/এমজেড/আরআইপি