দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
কুষ্টিয়ার দৌলতপুরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার বিকেল ৫টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের বাগোয়ান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত লালন ও সামাদের বাড়ি উপজেলার মশাউড়া গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে লালন ও সামাদ মোটরসাইকেলে করে বাড়ি থেকে প্রাগপুরে যাচ্ছিল। এসময় বিপরীত দিকে আসা কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার পরপরই বাসচালক ও হেলপার পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
আল-মামুন সাগর/এআরএ/এবিএস