প্রার্থীদের বাধাহীন রাখতে সব ব্যবস্থাই নেয়া হচ্ছে : ইসি


প্রকাশিত: ১১:৩৬ এএম, ০৭ মার্চ ২০১৬

নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ  বলেছেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থীরা যাতে বাধার সম্মুখীন না হন, সেজন্য সব ব্যবস্থাই নেয়া হচ্ছে। প্রার্থীদের জন্য সব দ্বার খুলে দেবো। তাদের সুবিধার জন্য অনলাইনেও মনোয়নপত্র জমা নেওয়ার পরিকল্পনা করছি। এর আগে রিটার্নিং কর্মকর্তার পাশাপাশি জেলা প্রশাসকের কার্যালয়েও মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের নিজ কার্যালয়ে সোমবার এসব কথা বলেন তিনি।

শাহ নেওয়াজ বলেন, প্রত্যেক নির্বাচনেই আমরা শক্ত অবস্থানে থাকি। নির্বাচন কর্মকর্তাদেরও শক্ত অবস্থানে থাকতে বলা হয়। এ নির্বাচনেও শক্ত অবস্থানে থাকবো। এরপরও কারও কোনো অভিযোগ থাকলে তা সুনির্দিষ্ট করে বলতে হবে। কোনো উড়ো খবরের ভিত্তিতে ব্যবস্থা নেয়া যাবে না।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৬২ প্রার্থী নির্বাচিত হওয়ার বিষয়ে শাহ নেওয়াজ বলেন, কোথাও অনিয়ম হলো কিনা আমরা সেটি দেখবো। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলো, এটা আমাদের দেখার বিষয় নয়। আইনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিধান রয়েছে।

এইচএস/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।