বাবা মায়ের অপ্রত্যাশিত সন্তান কঙ্গনা


প্রকাশিত: ০৭:৪১ এএম, ০৯ মার্চ ২০১৬

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত নিজের অভিনয় দক্ষতা দিয়ে মুগ্ধ করেছেন দেশ বিদেশের হাজার হাজার দর্শকদের। তবে মেয়ে হিসেবে জন্ম নিয়ে নাকি নিজ পরিবারকেই খুশি করতে পারেননি এই বলিউড গ্ল্যামার।

পিতা মাতার অপ্রত্যাশিত সন্তান হিসেবেই নাকি পৃথিবীতে জন্ম নিয়েছেন কঙ্গনা। আর এমন তথ্য জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

সম্প্রতি নারী দিবস উপলক্ষে ডিএনএ-কে দেয়া এক সাক্ষাতকারে নিজের এই দুঃখের কথা জানান কঙ্গনা। কঙ্গনার পরিবারে প্রথম জন্ম নেয় তার ভাই, যে কিনা জন্মের দশদিন পর মারা যায়। এরপরই পৃথিবীতে আসে কঙ্গনার বড় বোন রঙ্গলা। দিদির পর যখন কঙ্গনার জন্মের সময় আসে, তখন পরিবারের সবাই আশা করিছেলেন একজন পুত্র সন্তানের। কিন্তু কন্যাসন্তান জন্ম নেয়ায় সবাই বেশ হতাশ হয়। বড় হওয়ার পর পরিবারের এই অসন্তোষটা বেশ ভালো ভাবেই টের পান কঙ্গনা।

উল্লেখ্য, ব্যক্তিগত জীবনের এসব ক্ষোভ থেকেই হয়তো ক্যারিয়ারে বেশ কিছু নারীবাদী বলিউডের ছবিতে অভিনয় করেন কঙ্গনা। ‌‘ফ্যাশন’, ‘কুইন’ ও ‘তানু ওয়েডস মানু’র মতো ছবিগুলো বলিউডে অনন্য উচ্চতায় নিয়ে গেছে কঙ্গনাকে।

আরএএইচ/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।