রূপগঞ্জ থেকে অপহৃত শিশু দূর্গাপুরে উদ্ধার


প্রকাশিত: ০৯:৫৩ এএম, ১০ মার্চ ২০১৬

নারায়নগঞ্জের রূপগঞ্জের কাঁচপুর থেকে অপহৃত ৫ মাসের শিশু রাইসাকে নেত্রকোনার দূর্গাপুর থেকে উদ্ধার করে তার বাবা-মার কাছে হস্তান্তর করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে রাইসাকে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেয়া হয়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দূর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের হত দরিদ্র চাঁন মিয়ার মেয়ে নাসিমা বেগম (১৪) দীর্ঘদিন যাবৎ নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানার কাঁচপুর এলাকার বাচ্চু মেম্বারের বাড়িতে ভাড়া থেকে আসছিলেন। মঙ্গলবার রাত ১১টার দিকে নাসিমা বেগম একটি ৫ মাসের শিশুকে নিয়ে নিজের বাড়িতে চলে আসেন। বুধবার থেকে শিশুটির অনবরত কান্নাকাটির ফলে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে তারা বিষয়টি দূর্গাপুর থানা পুলিশকে জানান।

পরে দূর্গাপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান বুধবার পাইকপাড়া গ্রামের চাঁন মিয়ার বাড়িতে গিয়ে নাসিমা বেগমকে শিশুটির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে তিনি এলোমলো জবাব দিলে পুলিশ নাসিমা বেগম, তার মা সবুজা বেগম ও শিশুটিকে দূর্গাপুর থানায় নিয়ে আসেন। পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে এক পর্যায়ে নাসিমা স্বীকার করে যে, সে একজনের সহযোগিতায় কাঁচপুর এলাকা থেকে তার পাশের বাসার ভাড়াটিয়া রাসেল মিয়া ও রিনা আক্তারের ৫ মাসের মেয়ে রাইসাকে অপহরণ করে মঙ্গলবার রাতে পাইকপাড়ায় নিজ বাড়িতে নিয়ে আসেন।

দূর্গাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান হুমায়ুন কবির জাগো নিউজকে জানান, অপহরণের বিষয়টি জানান পর রূপগঞ্জ থানায় যোগাযোগ করে শিশুটির বাবা রাসেল মিয়া ও মা রিনা আক্তারকে এনে অপহৃত শিশুটিকে তাদের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে এবং অপহরণকারী নাসিমা বেগমকে রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কামাল হোসাইন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।