বরিশালের ডিসিকে হাইকোর্টে তলব


প্রকাশিত: ০৭:৩২ পিএম, ১০ মার্চ ২০১৬

বরিশালের জেলা প্রশাসককে (ডিসিকে) তলব করেছেন হাইকোর্ট। আগামী ২১ মার্চ সকালে সশরীরে হাজির হয়ে ডিসিকে পরিত্যক্ত সম্পত্তির একাধিক লিস্টে কীভাবে অন্তর্ভুক্ত হলো তার কারণ ব্যাখ্যা করতে হবে।

এক দশমিক ৭৭ একর সম্পত্তি একাধিক বণ্টনের জন্য কারা দায়ী তাদের তালিকা চেয়ে হাইকোর্টের দেয়া আদেশ প্রতিপালন না করায় এ আদেশ দেয়া হয়েছে। এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে ডিসিকে। একই সঙ্গে হাইকোর্ট রুল জারি করেছেন। রুলে একাধিক তালিকায় সম্পত্তি অন্তর্ভুক্ত করা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি এসএম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে করেন অ্যাডভোকেট তপন কুমার দত্ত এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এএসএম নাজমুল হক।

নাজমুল হক জানান, বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নে এক দশমিক ৭৭ একর জমি পরিত্যক্ত সম্পত্তির তালিকায় অন্তর্ভুক্ত হলে মালিকানা দাবি করে আইয়ূব আলী তালুকদার ও জাহানারা পারভীন তা অবমুক্ত করেন। এরপর ওই সম্পত্তি ‘খ’ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এবারও তাদের উদ্যোগে অবমুক্ত হলে পরবর্তীতে ‘ক’ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। বিষয়টি নিয়ে আইয়ূব আলী তালুকদার ও জাহানারা পারভীন হাইকোর্টে রিট করেন।

এরপর গত ২৩ ফেব্রুয়ারি হাইকোর্ট জমিগুলো কীভাবে একাধিক তালিকায় অন্তর্ভুক্ত হলো, এর সঙ্গে কারা জড়িত, সেই সব কর্মকর্তার তালিকা পাঠানোর নির্দেশ দেন। ৭ মার্চের মধ্যে এই তালিকা দিতে বলা হয়। এরপর মামলাটি লিস্টে আসলেও কেউ আদালতে আসেনি। আদালতের নির্দেশে বিষয়টি বরিশালের ডিসিকে ফ্যাক্স করে জানিয়েছি।

এ অবস্থায় ডিসি বাবুগঞ্জের এসি ল্যান্ডকে লেটার অব অথরিটি, ওকালতনামা এফিডেভিট করে পাঠান। কিন্তু ২৩ ফেব্রুয়ারি আদালত যে তালিকা চেয়ে নির্দেশ দেন, সেটা না পাঠানোয় আদালত ডিসিকে তলব করেছেন।

এফএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।