প্রথম নারী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেসমিন আরা


প্রকাশিত: ০৫:০৮ এএম, ১১ মার্চ ২০১৬

ঢাকার মুখ্য বিচারিক হাকিম (চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট) হিসেবে এই প্রথম কোনো নারীকে নিয়োগ দিল সরকার। সুপ্রিম কোর্টের সুপারিশের ভিত্তিতে ঢাকা মহানগরের জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগমকে এই পদে নিয়োগ দেয়া হয়।

বৃহস্পতিবার আইন ও বিচার মন্ত্রণালয় থেকে যুগ্ম সচিব (প্রশাসন) বিকাশ কুমার সাহা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়েছে।

জেসমিন আরা বেগম বর্তমানে মহানগর অতিরিক্ত দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন পদে আগামী ২০ মার্চ যোগ দিতেও বলা হয়েছে ওই চিঠিতে। তিনি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দেবেন।

জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।