অল্পের জন্য রক্ষা পেলেন গাসিক মেয়র মান্নান


প্রকাশিত: ১০:২৭ এএম, ১১ মার্চ ২০১৬

ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার কবলে পড়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের (গাসিক) বরখাস্তকৃত মেয়র অধ্যাপক এমএ মান্নান। শুক্রবার দুপুরে সড়ক দুর্ঘটনায় তাকে বহনকারী জিপটি দুমড়ে-মুচড়ে গেলেও তিনি অক্ষত রয়েছেন।

জেলা বিএনপির সহ-সভাপতি আহমদ আলী রুশদী জানান, দুপুর পৌনে ১টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র অধ্যাপক এমএ মান্নান ঢাকা থেকে গাজীপুর আসছিলেন। তাকে বহনকারী জিপ গাড়িটি ঢাকা বাইপাস সড়কে দিয়ে মহানগরীর মীরের বাজার এলাকা পার হয়ে কলেরবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে চট্টগ্রামগামী একটি ট্রাক মেয়রকে বহনকারী জিপটিকে সজোরের ধাক্কা দেয়। এতে তার জিপটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়। এসময় গাড়িতে থাকা মেয়র অক্ষত থাকলে তার সঙ্গীসহ কয়েকজন আহত হয়েছেন।

পরে মেয়র মান্নান অন্য গাড়ি দিয়ে গাজীপুর শহরে এসে কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ আদায় করে নিজ বাড়ি সালনায় ফিরেন।

আমিনুল ইসলাম/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।