৮ ওভারে আইরিশদের লক্ষ্য ১০৮!


প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ১১ মার্চ ২০১৬

টস হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনার তামিম এবং সৌম্যের ব্যাটিং তাণ্ডবে ৮ ওভারেই বাংলাদেশ তুলে ফেলেছে ৯৪ রান। এ অবস্থাতেই শুরু হলো বৃষ্টি। পরিস্থিতি যদি আরও কিছুক্ষণ স্বাভাবিক না হয় এবং বাংলাদেশ যদি আর ব্যাট করার সুযোগ না পায় তাহলে আয়ারল্যান্ডের জন্য ৮ ওভারে লক্ষ্য দাঁড়াতে পারে ১০৮ রান।

তবে এটা পরিস্থিতির ওপর নির্ভর করবে। বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হলে ওভার আরও কমিয়ে আনা হতে পারে। তাতে লক্ষ্যও কমবে। তবে ওভার প্রতি ১২ রান করে কমবে। ক্রিকেটের চিরন্তন বৃষ্টি আইন ডার্কওয়াল এবং লুইস (ডিএল) মেথড অনুযায়ী বাংলাদেশের ব্যাটিংয়ের রান রেট হিসেবেই ৮ ওভারে এই ১০৮ রান নির্ধারিত হতে পারে।

তবে ওভার কমলে আয়ারল্যান্ডের ৫ ওভারে প্রয়োজন হবে ৭২ রান, ৬ ওভারে ৮৪, ৭ ওভারে প্রয়োজন হবে ৯৬ রান।

এখন দেখার বিষয় বৃষ্টি কখন থামে। তবে এটা নিশ্চিত, বাংলাদেশ আর ব্যাট করার সুযোগ পাচ্ছে না।

আইএইচএস/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।