ইউরোপীয় ইউনিয়ন-কিউবার ঐতিহাসিক চুক্তি
ইউরোপীয় ইউনিয়ন এবং কিউবার মধ্যে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্পর্ক উন্নয়ন এবং মানবাধিকার সংক্রান্ত বেশ কিছু ইস্যু নিয়ে ইইউ এবং কিউবার মধ্যে চুক্তি হয়। কিউবায় ওবামার ঐতিহাসিক সফরের পরেই এই চুক্তি স্বাক্ষরিত হলো।
এতে করে দীর্ঘদিন ধরে জাতিচ্যুত দেশটি ইইউয়ের সঙ্গে সম্পর্কের উন্নয়নে আরো এক ধাপ এগিয়ে গেছে। দু’বছর আলোচনার পর এই চুক্তি স্বাক্ষরিত হলো।
এর আগে ২০১৪ সালে কিউবার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ওবামা। সেসময় দু’দেশের শীর্ষ নেতার ওই সাক্ষাতের পর অভ্যন্তরীণ শীতল যুদ্ধ খুব তাড়াতাড়িই সমাপ্ত হতে চলেছে বলে ধারণা করা হয়েছিল।
হাভানায় চুক্তি স্বাক্ষরের সময় ইইউয়ের পররাষ্ট্রনীতির প্রধান ফেডেরিকা মোঘেরিনি বলেন, আমাদের সম্পর্কের ক্ষেত্রে এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ। দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এই চুক্তি এক নতুন যুগের সূচনা করবে।
কিউবা লাতিন আমেরিকার একমাত্র দেশ যাদের ২৮টি সদস্য দেশের সঙ্গে কোনো আন্তর্জাতিক সহযোগিতার সম্পর্ক ছিল না।
এর আগে ২০০৩ সালে কিউবার ওপর নিষেধাজ্ঞা জারিসহ তাদের সঙ্গে সব ধরনের সহযোগিতাপূর্ণ সম্পর্ক বাতিল করেছিল ইইউ।
টিটিএন/এবিএস