পাবনায় গ্রামীণ ব্যাংকের পাঁচ লক্ষাধিক টাকা ছিনতাই


প্রকাশিত: ১১:৫২ এএম, ১৪ মার্চ ২০১৬

পাবনার সাঁথিয়ায় গ্রামীণ ব্যাংক এর কাশীনাথপুর শাখা থেকে সাড়ে পাঁচ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

কাশীনাথপুর শাখার ব্যবস্থাপক সানোয়ার হোসেন জাগো নিউজকে জানান, ওই শাখার দ্বিতীয় কর্মকর্তা সুলতান আহমেদ অন্য দুই সহকর্মীকে সঙ্গে নিয়ে দুপুর ২টার দিকে ব্যাংকের সাড়ে পাঁচ লাখ টাকা একটি ব্যাগে ভরে জনতা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। তারা ব্যাংক এর গেট পার হওয়ার সময়ে একটি মোটরসাইকেলে করে তিন যুবক অস্ত্রের মুখে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে।

আমিনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএম তাজুল হুদা ও ওসি-তদন্ত মফিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাই হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।  

একে জামান/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।