অর্থমন্ত্রীর সংবাদ সম্মেলন আড়াইটায়


প্রকাশিত: ০৫:০৯ এএম, ১৫ মার্চ ২০১৬

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ লুটের বিষয়ে মঙ্গলবার দুপুর আড়াইটায় সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অর্থমন্ত্রণালয়ে এ সংবাদ সম্মেলন হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এর আগে মঙ্গলবার বেলা ১১টায় অর্থমন্ত্রীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। পরে আড়াইটায় সংবাদ সম্মেলেনের সময় নির্ধারণ করা হয়।  

সংবাদ সম্মেলনে হ্যাকিং করে অর্থ লুটের ঘটনায় সরকারের অবস্থান তুলে ধরবেন অর্থমন্ত্রী। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে কোন ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে তাও জানানো হবে।

এসএ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।