দেশীয় তৈরি প্রথম জাহাজ আজ ভারত যাচ্ছে
দেশীয় তৈরি প্রথম কন্টেইনার জাহাজ ভারত যাচ্ছে আজ। বাংলাদেশ-ভারত কোস্টাল শিপ প্রটোকল চুক্তির আওতায় পণ্যবাহী জাহাজটি ভারত যাচ্ছে।
হারবার-১ নামের জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে পণ্য নিয়ে আজ মঙ্গলবার ভারতের পূর্বাঞ্চলীয় বন্দর কৃঞ্চাপাটনামের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে। মঙ্গলবার সকালে নৌমন্ত্রী শাজাহান খান এর আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা।
চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক সাংবাদিকদের জানান, বাংলাদেশ-ভারত কোস্টাল শিপিং চুক্তির আওতায় দেড়শ খালি কনটেইনার নিয়ে ১৭৬ টিইউএস ধারণ ক্ষমতার বাংলাদেশি এই জাহাজটি আগামী ২২ মার্চ কৃষ্ণপতনম বন্দরে পৌঁছবে।
২৩ মার্চ সেখান থেকে তুলা, টায়ার, টেক্সটাইলসহ অন্যান্য কাঁচামাল নিয়ে জাহাজটি ২৫ মার্চ চট্টগ্রাম বন্দরে পৌঁছবে।
এম ভি হারবার ওয়ান জাহাজের স্থানীয় এজেন্ট সূত্রে জানা যায়, চট্টগ্রাম বন্দরে রেজিস্ট্রেশনকৃত হারবার ওয়ান জাহাজটি বাংলাদেশে নির্মিত প্রথম কনটেইনার জাহাজ।
জীবন মুছা/জেএইচ/এমএস