নওগাঁয় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু


প্রকাশিত: ০৭:০৭ এএম, ১৫ মার্চ ২০১৬

নওগাঁর আত্রাইয়ে ট্রেনে কেটে দুলজান বেওয়া (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার মহাদিঘী এলাকার রেললাইনের পাশ থেকে দুলজানের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত দুলজান বেওয়া উপজেলার শিমুলিয়া গ্রামের মৃত গরিবুল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুলজান বেওয়া ভিক্ষা করতেন। সকালে তিনি ভিক্ষা করার জন্য গ্রামের বাড়ি থেকে ছোট এক নাতিকে সঙ্গে নিয়ে বের হন। সকাল সাড়ে ৭টার দিকে মহাদিঘী এলাকায় রেললাইনের একটি ব্রিজ পার হওয়ার সময় পার্বতী-রাজশাহীগামী উত্তরা মেইল ট্রেনের নিচে পড়ে কেটে মারা যান। এ সময় তার সঙ্গে থাকা নাতি ব্রিজের নিচে পানিতে লাফ দিয়ে বেঁচে যায়।

বাংলাদেশ রেলওয়ে পুলিশ (জিআরপি) সান্তাহার থানার সেকেন্ড অফিসার আসাদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জনশূন্য এলাকায় দুর্ঘটনাটি ঘটায় সকালে জানা সম্ভব হয়নি। সংবাদ পেয়ে দুপূরে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

আব্বাস আলী/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।