সাদুল্যাপুর জামায়াতের আমীর গ্রেফতার


প্রকাশিত: ০৮:৩৬ এএম, ১৬ মার্চ ২০১৬

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. আবদুর রউফ ওরফে বুলুকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের পাতিল্যকুড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আবদুর রউফ সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের পাতিল্যকুড়া গ্রামের আবদুর রহিমের ছেলে এবং সাদুল্যাপুর বালিকা দাখিল মাদরাসার সুপার।

সাদুল্যাপুর থানা সূত্রে জানা যায়, আবদুর রউফের বিরুদ্ধে সাদুল্যাপুর থানায় ৬-৭টি নাশকতা ও সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে। সম্প্রতি আদালত তার বিরুদ্ধে ৫টি মামলায় গ্রেফতারি পরোয়ারা জারি করেন। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন খবরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
 
সাদুল্যাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞসাবাদ শেষে আবদুর রউফকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

অমিত দাশ/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।