ঈশ্বরদীতে মাদরাসা শিক্ষক গ্রেফতার
ঈশ্বরদী শহরের বাবুপাড়ায় দারুত তামিমুল মাদরাসার এক ছাত্রকে যৌন নির্যাতনের অপরাধে মাদরাসার শিক্ষক ও কাচারিপাড়া জামে মসজিদের খতিব মতিউর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।
ঈশ্বরদী থানা সুত্রে জানা যায়, সোমবার শহরের আমবাগানে অনুষ্ঠিত জালসায় বক্তব্য শুনে ওই ছাত্রের গভীর রাতে মাদরাসার হোস্টেলে ফেরার সময় তাকে ফুঁসলিয়ে মতিউর রহমান তার উপর যৌন নির্যাতন চালায়। মঙ্গলবার বিকেলে সে এই কথ সহপাঠিদের জানিয়ে দিলে আশপাশে জানাজানি হয়ে যায়। এতে বিক্ষুব্ধ এলাকাবাসী মাদরাসা ঘেরাও করে পুলিশে খবর দেয়।
এ ব্যাপারে ওই ছাত্রের দুলাভাই আরিফুল ইসলাম বাদী হয়ে মতিউর রহমানের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। পুলিশ বুধবার সকালে মতিউর রহমানকে পাবনা কোর্টে চালান দিয়েছে।
প্রসঙ্গত, মতিউর রহমানের বিরুদ্ধে এর আগেও এ ধরনের অভিযোগ রয়েছে।
আলাউদ্দিন আহমেদ/এফএ/পিআর