শাহজালালে ডলার বিক্রির দায়ে ব্যাংক কর্মকর্তার কারাদণ্ড


প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ১৭ মার্চ ২০১৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাকডাক দিয়ে ডলার বিক্রির অভিযোগে জনতা ব্যাংকের এক কর্মকর্তাকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
 
বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে যাত্রীদের হয়রানির দৃশ্য দেখে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ আরিফ চৌধুরীকে আটকের নির্দেশ দেন ও কারাদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তার নাম আরিফ চৌধুরী। তিনি বিমানবন্দর জনতা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট অফিসার বলে জানা গেছে।
 
এ ব্যাপারে যোগাযোগ করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফ জাগো নিউজকে বলেন, বিমানবন্দরের মতো একটি স্পর্শকাতর স্থানে` এভাবে ডলার বিক্রি ও যাত্রীদের হয়রানি দণ্ডনীয় অপরাধ। আর এ কারণে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রম্যমাণ আদালত।
 
তিনি বলেন আইনের ঊর্ধ্বে কেউ নয়। নিয়ম-নীতি তোয়াক্কা না করে তিনি বিমানবন্দরের মতো স্থানে এভাবে হাক-ডাক দিয়ে ডলার বিক্রি করতে পারেন না। তাছাড়া তিনি রাষ্ট্রায়াত্ব ব্যাংকের একজন কর্মকর্তা।

জেইউ/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।