সরকারের হস্তক্ষেপ না থাকলে কাউন্সিলে বাধা আসবে না


প্রকাশিত: ০৫:৫৭ এএম, ১৮ মার্চ ২০১৬

বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে সরকার যদি হস্তক্ষেপ না করে তাহলে কোন বাধা আসবে না বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  

শুক্রবার বেলা সোয়া ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, প্রথমে সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি না পাওয়ায় সঙ্কায় ছিলাম। তবে শেষ মুহুর্তে অনুমতি দেয়ায় সরকারকে ধন্যবাদ।

তিনি আরো বলেন, দীর্ঘ ছয় বছর পর কাঙ্খিত জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কাউন্সিলকে ঘিরে নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে বিপুল উৎসাহ উদ্দীপনা।  

রিজভী বলেন, কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলন আরো বেগবান হবে। বিএনপি আরো শক্তিশালী হবে।

এমএম/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।