বাংলাদেশ ব্যাংকে সিআইডির ফরেনসিক টিম


প্রকাশিত: ০৬:৫৩ এএম, ১৮ মার্চ ২০১৬

রিজার্ভ থেকে অর্থচুরির ঘটনা তদন্তে বাংলাদেশ ব্যাংকের প্রবেশ করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কয়েকজন কর্মকর্তা।  

শুক্রবার সকালে ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করতে তারা তৃতীয় দিনের মতো বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করে। ফরেনসিক টিমে সিআইডি কর্মকর্তা রবিউল ইসলাম ও মোঃ ইলিয়াস ছাড়াও আরো বেশ কয়েকজন সদস্য রয়েছেন।
 
দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত তারা বাংলাদেশ ব্যাংকের ভেতরে অবস্থান করছেন বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন সিআইডির একাধিক কর্মকর্তা।
 
এর আগে রিজার্ভের টাকা চুরির ঘটনা তদন্তে গত বুধ ও বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে যান সিআইডি কর্মকর্তারা। এসময় তারা একটি কম্পিউটার জব্দ করেন।
 
এআর/এসআই/এমএমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।