ধর্মকে ব্যবহার করে রাজনীতি করছে একটি মহল
রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, একটি মহল ধর্মকে রাজনৈতিক হাতিয়ার এবং ক্ষমতায় যাওয়ার জন্য ব্যবহার করছে। তারা দেশের আলেম সমাজকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। কিন্তু ক্ষমতায় গিয়ে তারা আলেম সমাজ এবং মাদরাসা শিক্ষার উন্নয়নের কথা ভুলে যায়।
শনিবার দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা মাদরাসা শিক্ষক সমিতি আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রেলমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশের অনেক মাদরাসা এমপিওভুক্ত করেছে, অসংখ্য মাদরাসা, মসজিদ মক্তবসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণসহ অনুদান প্রদান করা হয়েছে। অপরদিকে, বিএনপি-জামায়াত জোট সরকার দেশের মাদরাসা শিক্ষার উন্নয়নে কোনো পদক্ষেপই গ্রহণ করেনি।
চৌদ্দগ্রাম উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম মো. শামছুদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সোবহান ভূঁইয়া হাসান, উপজেলা নির্বাহী অফিসার সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুদ্দিন আহমেদ সেলিম, চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, যুগ্ম-সাধারণ সম্পাদক আক্তার হোসেন পাটোয়ারী, জিএম মীর হোসেন মীরু প্রমুখ।
অনুষ্ঠান শেষে এক মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মৌকারা দরবার শরীফের পীর ও জামিয়াতুস সালেকীনের আমীর মাওলানা নেছারউদ্দিন ওয়ালীউল্লাহ।
কামাল উদ্দিন/এআরএ/এবিএস