রিয়াদে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত


প্রকাশিত: ০৪:২৮ এএম, ২০ মার্চ ২০১৬

সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৫ জন।

শনিবার সন্ধ্যায় কর্মক্ষেত্রে যাওয়ার সময় তাদের বহনকারী গাড়ির চাকা বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই ওই দু’জনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। মামুন নামের ওই ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাসিন্দা। আরেকজনের পরিচয় এখনও জানা যায়নি। তারা দু`জনেই পরিচ্ছন্নকর্মী হিসেবে দেশটির সিডর কোম্পানিতে কর্মরত ছিলেন।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।