কবিরহাট পৌরসভায় জহিরুল হক রায়হান মেয়র নির্বাচিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩২ পিএম, ২০ মার্চ ২০১৬
ফাইল ছবি: জহিরুল হক রায়হান

নোয়াখালীর কবিরহাট পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জহিরুল হক রায়হান নৌকা প্রতীক নিয়ে ৯ কেন্দ্রের মধ্যে ৭ কেন্দ্রের ফলাফলে ৫ হাজার ৩৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মোস্তাফিজুর রহমান মঞ্জু ধানের শীষ প্রতীক নিয়ে দুই হাজার ২৪০ ভোট পেয়েছেন। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ৩ হাজার ১৩৩। যা বাকি দুই কেন্দ্রের ভোটে কোনো প্রভাব পড়বে না।

রোববার রাত ৮টার দিকে কবিরহাট উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।

কবিরহাট পৌরসভায় প্রায় ২৫ হাজার জনসংখ্যার বিপরীতে ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৩৯৭ জন। এরমধ্যে মহিলা ভোটার ৬ হাজার ৭২১ ও পুরুষ ভোটার ৬ হাজার ৬৭৬ জন।

২০ মার্চের নির্বাচনে দুই মেয়র প্রার্থী, ৯টি ওয়ার্ডে ৩০ সাধারণ কাউন্সিলর ও ৩টি সংরক্ষিত আসনে ১০ মহিলা কাউন্সিলরসহ মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনির হোসেন জানান, দিনব্যাপি ভোটগ্রহণ চলাকালে অনিয়ম ও জাল ভোট প্রদানের অভিযোগে ৯ কেন্দ্র্রের মধ্যে দুই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। কেন্দ্র দুইটি হলো ৬নং ইন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৮নং আলীপুর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়।

মিজানুর রহমান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।