সাবেক এপিআইও হাফিজার মৃত্যুতে ইনফরমেশন অ্যাসোসিয়েশনের শোক


প্রকাশিত: ০৩:৫৬ এএম, ২১ মার্চ ২০১৬

সাবেক অতিরিক্ত প্রধান তথ্য অফিসার (এপিআইও) হাফিজা আখতারের মৃত্যুতে বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। রোববার এক শোকবার্তায় অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জয়নাল আবেদীন ও মহাসচিব স ম গোলাম কিবরিয়া মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

শোকবার্তায় তারা বলেন, হাফিজা আখতার কর্মজীবনে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালকসহ তথ্য সার্ভিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

একে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।