সেমিফাইনাল খেলার যোগ্যতা নেই পাকিস্তানের


প্রকাশিত: ০৫:২৪ এএম, ২৪ মার্চ ২০১৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে খুব একটা জ্বলে উঠতে পারেনি আফ্রিদি বাহিনী। শুরু থেকেই একের পর সমালোচনা, দলের কোচ ও অধিনায়ককে দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার সম্ভাবনায় অনেকটা তাল হারিয়েছে খেলোয়াড়রা। ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই ম্যাচ হেরে এরই মধ্যে সেমির স্বপ্নকে কঠিন সমীকরণে ফেলে দিয়েছে পাকিস্তান। আর পাকিস্তান দলের এই পারফর্মেন্সে সন্তুষ্ট নয় খোদ দলের প্রধান কোচ ওয়াকার ইউনিস। নিউজিল্যান্ড ম্যাচের পর তিনি পাকিস্তানের সেমিতে খেলার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

তিনি বলেছেন, এখনও সেমিতে খেলার সম্ভাবনা রয়েছে পাকিস্তানের। কিন্তু আমারা যা খেলছি, তা খুব একটা সন্তোষজনক নয়। এমন ধারাবাহিকতায় আমার মনে হয়, আমরা আসলে সেমিফাইনালে খেলার যোগ্য নই।

ওয়াকার বলেন, নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে আমরা ভালোই শুরু করেছিলাম। যদিও ইনিংসের মধ্যভাগে আমরা কোন বাউন্ডারি পাইনি। যার প্রভাব পড়েছে ম্যাচের শেষের দিকে। তবে প্রতিপক্ষের বোলাররা বেশ ভালো বল করেছে। সব মিলিয়ে কিছুই ভালো হয়নি। আমি এমনটা আশা করিনি।

আরএ/এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।