পালমিরা পুনর্দখলের কাছাকাছি সিরীয় বাহিনী
জঙ্গিদের লক্ষ্য করে পালমিরাসহ বেশ কয়েকটি শহরে অভিযান চালিয়েছে সিরীয় সেনাবাহিনী এবং রুশ বাহিনী। এসকল অভিযানে ঐতিহাসিক পালমিরা শহরটি পুনর্দখলের খুব কাছাকাছি রয়েছে তারা। ইতোমধ্যেই পালমিরার তিনটি প্রতিবেশী শহর দখল করেছে তারা। খবর বিবিসির।
দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, রাশিয়া গত ২৪ ঘণ্টায় পালমিরা শহরে ৪০ বার অভিযান চালিয়েছে। এদিকে একটি পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, পালমিরা শহরটি পুনর্দখল করতে আইএস জঙ্গিদের সঙ্গে সরকারি বাহিনীর লড়াই তীব্র থেকে আরো তীব্রতর হচ্ছে।
প্রসঙ্গত, গত বছর মে মাসে পালমিরা শহরটি দখল করে নেয় আইএস। শহরটি দখলের পর অনেক ঐতিহাসিক স্থাপত্য ধ্বংস করে জঙ্গিরা। শহরটিকে আইএসের হাত থেকে রক্ষা করতে প্রাণপন লড়াই করছে সিরীয় সেনাবাহিনী।
টিটিএন/এমএস