অবশেষে হার মানলেন ইবি শিক্ষার্থী তাহসিব

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১১:০৪ এএম, ০৭ মে ২০২২

ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে হার মানলেন সড়ক দুর্ঘটনায় আহত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী তাহসিব হোসেন। তিনি আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। শনিবার (৭ মে) সকালে বিভাগীয় সভাপতি প্রফেসর ড. এয়াকুব আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার (৬ মে) রাত ৮টার দিকে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাহসিব শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বাড়ি বরগুনা জেলার বামনা উপজেলায়। শনিবার বাদ জোহর তার নিজ বাড়িতে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

সহপাঠী ও বিভাগীয় সূত্রে জানা গেছে, পহেলা মে ঝিনাইদহ জেলার ভাটই বাজার এলাকায় সাইকেলে যাচ্ছিলেন তাহসিব। এসময় একটি বাসের ধাক্কায় সড়কে পড়ে গিয়ে তার মাথার পেছনের হাঁড় ভেঙে যায় এবং মস্তিষ্কে রক্ত জমাট বাঁধে। পরে সেখান থেকে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে নেওয়ার পরামর্শ দেন। সেখানকার চিকিৎসকরা দ্রুত ঢাকা নেওয়ার পরামর্শ দেন।

৪ মে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে ভর্তি করানো হলে প্রথমদিনেই আইসিইউতে নেওয়া হয়। পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক থাকলেও শুক্রবার বিকেলে হঠাৎ করেই অক্সিজেন সেচুয়েশন কমে যায়। এ সময় ভেন্টিলেটর দিলেও হৃদস্পন্দন অনেক কম ছিল। পরে রাত আনুমানিক ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিভাগীয় সভাপতি প্রফেসর ড. এয়াকুব আলী বলেন, আমি সভাপতি হওয়ার পর তিনজন শিক্ষার্থীকে হারিয়েছি। শিক্ষার্থী হারানো অনেক বেদনাদায়ক। তাহসিবের আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমরা বিভাগের পক্ষ থেকে একটি দোয়ার আয়োজন করবো।

রুমি নোমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।