‘প্রেমের নামে প্রহসন চলবে না’ স্লোগানে বিক্ষোভ মিছিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৪:৫৩ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৫

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে মনের মানুষকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন অনেকে। আবার অনেকেই ভালোবাসার অনুভূতি প্রকাশের মাধ্যমে উদযাপন করছেন দিনটি। তবে একই দিন বিক্ষোভ মিছিল করেছে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ‘চিরকুমার সংঘ’ নামের একটি সংগঠনের সদস্যরা।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় এ কর্মসূচি পালন করেন তারা।

এসময় বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা স্লোগান দেন- ‘দুষ্টু নারী নিপাত যাক, চিরকুমার মুক্তি পাক’, ‘এক নাম এক দেশ, চিরকুমারের বাংলাদেশ’, ‘তুমি কে, আমি কে, বঞ্চিত, বঞ্চিত’, ‘কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না হবে না’, ‘প্রেমের নামে প্রহসন, চলবে না চলবে না’ ইত্যাদি। মিছিলটি কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে।

‘প্রেমের নামে প্রহসন চলবে না’ স্লোগানে বিক্ষোভ মিছিল

সংগঠনটির জেলা শাখার সভাপতি সাজ্জাদুল করিম বাপ্পি ও সহ-সভাপতি মো. মোস্তাকিম হোসেন বলেন, আমরা প্রেমবিরোধী নই। তবে ১৪ ফেব্রুয়ারি প্রেমের নামে যে ভণ্ডামি চলে তার প্রতিবাদ করছি। ভালোবাসার নামে দেশে যে অশ্লীলতার ছড়াছড়ি, এটা আমরা চাই না। একজনের একটাই প্রেম থাকবে, একের অধিক আমরা মেনে নেবো না। ১৪ ফেব্রুয়ারি আমরা সুন্দরবন দিবস পালন করবো।

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন চিরকুমার সংঘের সাধারণ সম্পাদক ফারহান তাহমিদ, সংগঠনের সদস্য আরিফ হোসেন খাঁ, রিহাদ হোসেন, সাইফুর রহমান রাকিব, মুত্তাসিন বিল্লাহ প্রমুখ।

এসকে রাসেল/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।