ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্বে ভর্তি আবেদন শুরু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৯:৫০ এএম, ১৭ মার্চ ২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘ডি’ ইউনিটের অধীন ধর্মতত্ত্ব অনুষদের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী রোববার (১৬ মার্চ) ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে যা চলবে ২৮ মার্চ পর্যন্ত। এছাড়া ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১১ মে বেলা ১১ টা থেকে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘ডি’ ইউনিটে ধর্মতত্ত্ব অনুষদের তিনটি বিভাগ আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ ও দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ এবং কলা অনুষদভুক্ত আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি বিভাগ থেকে ৮০টি করে মোট ৩২০টি আসন থাকবে। এই ইউনিটে প্রাথমিক আবেদন ফি বাবদ ১৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবেদনকারীকে অবশ্যই ২০২৩ অথবা ২০২৪ সনের উচ্চ মাধ্যমিক বা সমমান এবং ২০২০, ২০২১ অথবা ২০২২ সনে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ভর্তি নির্দেশিকায় উল্লিখিত শর্ত পূরণ করা সাপেক্ষে ভর্তির জন্য আবেদন করা যাবে। এছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রচলিত বিদেশি শিক্ষার্থী ভর্তির নীতিমালা অনুযায়ী উক্ত ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগসমূহে বিদেশি শিক্ষার্থীরাও ভর্তি হতে পারবেন।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নীতিমালা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu.ac.bd) পাওয়া যাবে।

এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।