ইসলামী বিশ্ববিদ্যালয়ে দুই ছাত্র হলে নতুন প্রভোস্ট

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১০:০০ পিএম, ১২ মে ২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রদের দুই আবাসিক হলে নতুন প্রভোস্ট নিয়োগ দিয়েছে প্রশাসন।

শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী এবং লালন শাহ হলের প্রভোস্ট হিসেবে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খান নিয়োগ পেয়েছেন।

সোমবার (১২ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক ড. মনজুরুল হক সই করা পৃথক দুই অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আগামী ১৫ মে থেকে তারা দায়িত্ব গ্রহণ করবেন।

এতে বলা হয়, আগামী ১৪ মে শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. শেখ এ বি এম জাকির হোসেন এবং লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আকতার হোসেনের দায়িত্বের মেয়াদ শেষ হবে।

দায়িত্বের বিষয়ে শহীদ জিয়াউর রহমান হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী বলেন, হলের দায়িত্ব পাওয়ার পর সমস্যাগুলো নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবো। তাদের কথা শুনবো। বিষয়গুলো সমাধানে সর্বাত্মক চেষ্টা করা হবে।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।