ইসলামী বিশ্ববিদ্যালয়

ক্যাম্পাসের গেটে আড্ডারত ছাত্রলীগ নেতা আটক, পুলিশে সোপর্দ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১০:০৩ এএম, ১৩ মে ২০২৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সায়মুম খান নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করেছেন শিক্ষার্থীরা। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তাদের মাধ্যমে থানায় সোপর্দ করা হয়।

সোমবার (১২ মে) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশ থেকে বান্ধবীসহ আড্ডারত অবস্থায় তাকে শিক্ষার্থীরা আটক করে।

আটক সাইমুম শাখা ছাত্রলীগের কৃষিশিক্ষা বিষয়ক সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জানা যায়, গত ৫ জুন সায়মুম ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের খাইরুল ইসলাম সৌরভ নামে এক শিক্ষার্থীকে বেয়াদবি করার অভিযোগে ছাদে নিয়ে নিচে ফেলে দেওয়ার হুমকি দেন। পরে ভুক্তভোগী তৎকালীন প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদের কাছে করলেও বিচার পাননি।

সোমবার সন্ধ্যার পর ছাত্রলীগের ওই নেতা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান করছে জানতে পেরে সৌরভসহ অন্যরা হাতেনাতে ধরে ফেলেন। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তাদের মাধ্যমে তাকে ইবি থানায় সোপর্দ করা হয়।

প্রক্টরকে দেওয়া অভিযোগে সৌরভ দাবি করেন, গত ৫ জুন তার বন্ধুর মাধ্যমে তাকে শহীদ আনাস হলের (তৎকালীন শেখ রাসেল হল) ছাদে ডেকে নেন সাইমুম। সেখানে কথাবার্তার একপর্যায়ে মারধর করেন ও ছাদ থেকে ফেলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরবর্তীতে সিঁড়ি দিয়ে পালানোর চেষ্টা করলে ধাক্কা দিয়ে সিঁড়িতে ফেলে দেন সায়মুম। এতে হাত-পায়ে আঘাত প্রাপ্ত হয়ে রক্তক্ষরণ হয়।

পূর্বের ঘটনার বিষয়ে খাইরুল ইসলাম সৌরভ বলেন, ‘তার গার্লফ্রেন্ড আমার বিভাগে পড়ে। আমার বান্ধবী। তার সঙ্গে একদিন আমাকে ঘুরতে দেখে সায়মুম আমাকে ডেকে নেয়। পরে ছাদে নিয়ে গিয়ে আমাকে ভীষণভাবে মারধর করেছে, ছাদ থেকে ফেলে দিতে নিয়েছিল, আমি অনেক কষ্টে তখন পালিয়ে আসছি।’

এ বিষয়ে আটক সায়মুম খান বলেন, ’আমি সনদ তুলতে এসেছি। ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করিনি। বাইরে বসে ছিলাম হঠাৎ করে এমন আক্রমণ। আমি সঠিক জানি না তারা কেন এমন করেছে।’

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘শিক্ষার্থীরা ওই ছেলেকে (সায়মুম খান) আমাদের হাতে সোপর্দ করেছে। আমরা জানতে পেরেছি সে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের পোস্টেড নেতা। ছাত্রলীগের কর্মকাণ্ডে জড়িত দেখিয়ে আগামীকাল তাকে কোর্টে চালান করা হবে।’

ইরফান উল্লাহ/এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।