১৫ জুনের মধ্যে জবির দুই হল খালি করার নির্দেশ প্রশাসনের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৯:৫৩ এএম, ০৩ জুন ২০২৫
ফাইল ছবি

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিত্যক্ত দুটি হল- বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলে বসবাসরত কর্মচারীদের ১৫ জুনের মধ্যে খালি করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত পৃথক দুইটি নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।

নোটিশে বলা হয়েছে, উল্লিখিত ভবন দুটিতে শিগগির নির্মাণকাজ শুরু হবে। সেক্ষেত্রে নির্মাণকাজ নিশ্চিত করতে এসব ভবনে অবস্থানরত কর্মচারীদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হলো।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, এসব ভবনের স্থানে শিক্ষার্থীদের জন্য অস্থায়ী আবাসিক হল নির্মাণের পরিকল্পনা রয়েছে। ঈদুল আজহার ছুটির পরপরই হল নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই দুইটি হলের স্থলে অস্থায়ী দুইটি হল নির্মাণের সিদ্ধান্ত নেয়।

তৌফিক হোসেন/জেএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।