৩ দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জবি
প্রকাশিত: ০৮:০৬ পিএম, ১৫ জুন ২০২৫

র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস নিশ্চিতসহ তিন দফা দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

রোববার (১৫ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- বিশ্ববিদ্যালয়ের বাসে ও ক্যাম্পাসে র‍্যাগিংমুক্ত, নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করা, জেলা ছাত্রকল্যাণ কমিটির নাম ব্যবহার করে শিক্ষার্থীদের ওপর যে কোনো ধরনের হয়রানি ও দমনপীড়ন বন্ধ করা এবং জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে হুমকি ও হেনস্তার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনা।

সমাবেশে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী আতাউল্লাহ আহাদ বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যরা গোপনে ক্যাম্পাসে সক্রিয় রয়েছে। তারা ছদ্মবেশে বিভিন্ন সংগঠনে ঢুকে পুনরায় নিপীড়নের সংস্কৃতি চালু করছে। প্রশাসনের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া।

ইতিহাস বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী রায়হান রাব্বি বলেন, শিক্ষার্থীদের বিচার করার এখতিয়ার কেবল প্রশাসনের। কিন্তু বর্তমানে ছাত্রকল্যাণ কমিটির নামে কিছু ব্যক্তি নিজেই বিচারকের ভূমিকা নিচ্ছেন, যা সম্পূর্ণ বেআইনি ও অনৈতিক।

ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী আতিকুর রহমান তানজিল প্রশ্ন তোলেন, কোনো জেলা ছাত্রকল্যাণ সংগঠনের সভাপতি বা সেক্রেটারির কী এমন ক্ষমতা আছে যে, তারা কাউকে ‘বাসে অবাঞ্ছিত’ ঘোষণা করবে? এটি পুরোপুরি অগ্রহণযোগ্য এবং প্রশাসনের উচিত এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া।

শিক্ষার্থীরা জানান, এ বিষয়ে দ্রুত ব্যবস্থা না নিলে তারা ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবেন।

নরসিংদী জেলা ছাত্রকল্যাণ সংগঠনের পক্ষ থেকে সম্প্রতি প্রকাশিত এক বিবৃতিতে দুই শিক্ষার্থীকে ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ’র অভিযোগে বিশ্ববিদ্যালয়ের বাস ও সংগঠনের কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।

তৌফিক হোসেন/জেএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।