র‍্যাগিং দণ্ডনীয় অপরাধ, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জবি প্রক্টর

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৪:৩১ পিএম, ২২ জুন ২০২৫

র‍্যাগিং একটি দণ্ডনীয় অপরাধ যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রক্টর অধ্যাপক ড. মো. তাজাম্মুল হক।

রোববার (২২ জুন) সকালে নবীন শিক্ষার্থীদের আগমনকে কেন্দ্র করে এক ফেইসবুক পোস্টে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে অধ্যাপক ড. তাজাম্মুল হক বলেন, আপনাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের নতুন সদস্য হিসেবে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এই ঐতিহ্যবাহী শিক্ষাঙ্গনে আপনাদের আগমন আমাদের জন্য গর্ব ও আনন্দের বিষয়।

তিনি আরও বলেন,আমরা বিশ্বাস করি, আপনারা উচ্চশিক্ষার মাধ্যমে নিজেকে গড়ে তোলার পাশাপাশি মানবিক মূল্যবোধ, সততা এবং দায়িত্ববোধে উজ্জীবিত হবেন। বিশ্ববিদ্যালয় হলো সহনশীলতা, সহযোগিতা ও সৌহার্দ্যের স্থান। এখানে আমরা সবাই একে অন্যের সহযাত্রী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

র‍্যাগিংয়ের বিষয়ে তিনি বলেন, নতুনদের আগমন ঘিরে ক্যাম্পাসে র‍্যাগিং এর ঘটনা ঘটে। কোনো শিক্ষার্থী যদি নবীনদের শারীরিক, মানসিক বা মৌখিকভাবে হয়রানির চেষ্টা করেন, তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। একইসাথে, নবীনদের যেকোনো ধরনের হয়রানির ঘটনা বিভাগীয় ছাত্র উপদেষ্টা ও চেয়ারম্যান, প্রক্টরিয়াল বডি, ছাত্রকল্যাণ পরিচালক, শিক্ষার্থী সংশ্লিষ্ট কমিটি, কোষাধ্যক্ষ কিংবা উপাচার্য মহোদয়ের অফিসকে দ্রুত জানাতে অনুরোধ করা হচ্ছে।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

র‍্যাগিংমুক্ত ক্যাম্পাসের প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, আমরা চাই এই ক্যাম্পাস হোক এক উজ্জ্বল, নিরাপদ ও উৎসাহব্যঞ্জক শিক্ষার পরিবেশ। আসুন, সবাই মিলে একটি ইতিবাচক, র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়ে তুলি।

টিএইচকিউ/এএমএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।