জবিতে জুলাই গণঅভ্যুত্থান বিতর্ক উৎসব

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জবি
প্রকাশিত: ১০:১৩ এএম, ২১ জুলাই ২০২৫

 

‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (জেএনইউডিএস) আয়োজন করতে যাচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান জাতীয় বিতর্ক উৎসব ২০২৫’।

রোববার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সভাপতি মাইন আল মোবাশ্বির। এতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

মাইন আল মোবাশ্বির বলেন, স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার রক্তক্ষয়ী প্রতিরোধ ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় ঘটে যাওয়া জুলাই গণঅভ্যুত্থান আমাদের রাজনৈতিক ইতিহাসে এক মোড় পরিবর্তনকারী ঘটনা। এই আন্দোলন শুধু ক্ষমতার পালাবদল নয়, বরং গণতন্ত্র, মানবাধিকার ও যুক্তিবাদী চেতনার বিকাশে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

তিনি বলেন, এই ঐতিহাসিক প্রেক্ষাপট নতুন প্রজন্মকে জানানো, তাদের যুক্তিভিত্তিক চিন্তা ও গণতান্ত্রিক মানসিকতা গঠনে আমরা এই জাতীয় বিতর্ক উৎসবের আয়োজন করেছি।

জানা গেছে, বিতর্ক উৎসবটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় এবং ঢাকা জেলা প্রশাসন ও জেলা পরিষদের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হবে।

তিন ধাপে বিভক্ত এ উৎসবের প্রথম ধাপে ২৫ জুলাই অনুষ্ঠিত হবে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা, যেখানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বাছাইকৃত ৩২টি দল অংশ নেবে। পরদিন ২৬ জুলাই স্কুল ও কলেজ পর্যায়ের ১৬টি করে মোট ৩২টি দল প্রতিযোগিতায় অংশ নেবে।

দ্বিতীয় ধাপে ২ আগস্ট অনুষ্ঠিত হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৪০টি বিভাগের অংশগ্রহণে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা। আর ৫ আগস্ট অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফাইনাল।

পুরস্কারের মধ্যে আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে বিজয়ী দল পাবে ৩০ হাজার টাকা এবং রানারআপ দল পাবে ১৫ হাজার টাকা। ‘ডিবেটার অব দ্য টুর্নামেন্ট’ সম্মাননায় থাকছে ৫ হাজার টাকা পুরস্কার।

স্কুল ও কলেজ বিভাগে বিজয়ী দল পাবে যথাক্রমে ২০ হাজার ও ১০ হাজার টাকা। ‘সেরা বিতার্কিক’ হিসেবে স্কুল ও কলেজ পর্যায়ের একজন করে পাবেন ৫ হাজার টাকা করে।

সংবাদ সম্মেলনে সংগঠনের নেতাকর্মীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

টিএইচকিউ/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।