জবিতে জুলাই গণঅভ্যুত্থান বিতর্ক উৎসব
‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (জেএনইউডিএস) আয়োজন করতে যাচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান জাতীয় বিতর্ক উৎসব ২০২৫’।
রোববার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সভাপতি মাইন আল মোবাশ্বির। এতে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
মাইন আল মোবাশ্বির বলেন, স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার রক্তক্ষয়ী প্রতিরোধ ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় ঘটে যাওয়া জুলাই গণঅভ্যুত্থান আমাদের রাজনৈতিক ইতিহাসে এক মোড় পরিবর্তনকারী ঘটনা। এই আন্দোলন শুধু ক্ষমতার পালাবদল নয়, বরং গণতন্ত্র, মানবাধিকার ও যুক্তিবাদী চেতনার বিকাশে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।
তিনি বলেন, এই ঐতিহাসিক প্রেক্ষাপট নতুন প্রজন্মকে জানানো, তাদের যুক্তিভিত্তিক চিন্তা ও গণতান্ত্রিক মানসিকতা গঠনে আমরা এই জাতীয় বিতর্ক উৎসবের আয়োজন করেছি।
জানা গেছে, বিতর্ক উৎসবটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় এবং ঢাকা জেলা প্রশাসন ও জেলা পরিষদের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হবে।
তিন ধাপে বিভক্ত এ উৎসবের প্রথম ধাপে ২৫ জুলাই অনুষ্ঠিত হবে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা, যেখানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বাছাইকৃত ৩২টি দল অংশ নেবে। পরদিন ২৬ জুলাই স্কুল ও কলেজ পর্যায়ের ১৬টি করে মোট ৩২টি দল প্রতিযোগিতায় অংশ নেবে।
দ্বিতীয় ধাপে ২ আগস্ট অনুষ্ঠিত হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৪০টি বিভাগের অংশগ্রহণে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা। আর ৫ আগস্ট অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফাইনাল।
পুরস্কারের মধ্যে আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে বিজয়ী দল পাবে ৩০ হাজার টাকা এবং রানারআপ দল পাবে ১৫ হাজার টাকা। ‘ডিবেটার অব দ্য টুর্নামেন্ট’ সম্মাননায় থাকছে ৫ হাজার টাকা পুরস্কার।
স্কুল ও কলেজ বিভাগে বিজয়ী দল পাবে যথাক্রমে ২০ হাজার ও ১০ হাজার টাকা। ‘সেরা বিতার্কিক’ হিসেবে স্কুল ও কলেজ পর্যায়ের একজন করে পাবেন ৫ হাজার টাকা করে।
সংবাদ সম্মেলনে সংগঠনের নেতাকর্মীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
টিএইচকিউ/এমআরএম/জেআইএম