জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৩ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা স্থগিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৯:২৭ পিএম, ২২ জুলাই ২০২৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ২৩ এবং ২৪ জুলাই বুধ ও বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।

রাজধানীর উত্তরায় মাইলস্টোনে যুদ্ধবিমান দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার (২২ জুলাই) রাত ৯টার দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, যুদ্ধবিমান দুর্ঘটনা শিক্ষার্থীদের জান-মালের ব্যাপক ক্ষতি হয়েছে। এই প্রেক্ষাপটকে বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৩ এবং ২৪ জুলাই বুধ ও বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করার বিজ্ঞপ্তি জারি করে। স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। তবে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষার তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে।

মো. আমিনুল ইসলাম/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।