ডাকসু নির্বাচনে ভোট দিতে পারবেন না ২০১৮-১৯ সেশনের ‘অছাত্ররা’

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাবি
প্রকাশিত: ০৪:০২ পিএম, ১০ জুলাই ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- ডাকসু

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ২০১৮-১৯ সেশনকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে আসছিল বিশ্ববিদ্যালয়ের সক্রিয় ছাত্র সংগঠনগুলো। তবে এবার এ বিষয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছে ডাকসু নির্বাচন কমিশন। যাদের ছাত্রত্ব নেই তারা প্রার্থী কিংবা ভোটার হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানায় ডাকসু নির্বাচন কমিশন।

রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, এই সেশনকে (২০১৮-১৯) নির্বাচনে সুযোগ দেওয়ার বিষয়ে সব ছাত্র সংগঠন দাবি জানিয়েছিল। আমরাও এটি সাদরে গ্রহণ করেছিলাম। কিন্তু এর ফলে পরে আইনি জটিলতা তৈরি হতে পারে।

তিনি বলেন, যাদের ছাত্রত্ব নেই তাদের যদি নির্বাচন করার সুযোগ দেওয়া হয় তাহলে এর বিরুদ্ধে যে কেউ আদালতে গিয়ে রিট করতে পারে। এতে নির্বাচন আটকে যাওয়ার আশঙ্কা রয়েছে।

অধ্যাপক গোলাম রব্বানী বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টার কাছে আইনি বিষয়ে জানতে চেয়েছি। তিনি জানিয়েছেন, ‘আইনের বাইরে যাওয়া ঠিক হবে না।’ সে অনুযায়ী আমরা এই সেশনকে রাখতে পারছি না। তবে এই সেশনের যাদের ছাত্রত্ব রয়েছে তারা নির্বাচনে প্রার্থী কিংবা ভোটার হতে পারবেন।

এফএআর/কেএসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।