ইসলামী বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৭:১২ পিএম, ১৭ জুলাই ২০২৫

 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে সাজিদ আব্দুল্লাহ (২৫) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে মরদেহ তোলা হয়।

সাজিদ আব্দুল্লাহ বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। পুকুর থেকে তোলার পর তার সহপাঠীরা মরদেহ শনাক্ত করেন।

মরদেহ তোলার পর বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু নিশ্চিত করেন।

জানা যায়, বেলা ১টার দিকে অনেকে মরদেহ পুকরের মধ্যখানে ভেসে উঠতে দেখেন। কিন্তু এটিকে আবর্জনার স্তূপ মনে করে গুরুত্ব দেননি। পরে বিকেল ৫টার দিকে মরদেহ পাড়ে এলে শিক্ষার্থীরা জড়ো হন। পরে প্রক্টরিয়াল বডিকে জানালে বিকেল সাড়ে ৬টার দিকে পুলিশ সদস্যের উপস্থিততে পুকুর থেকে মরদেহ তোলা হয়।

এ ঘটনায় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাস্থলে কান্নায় ভেঙে পড়েন তার সহপাঠীরা।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছ থেকে ফোন পেয়ে আমরা জরুরি ফোর্স পাঠাই। আমরা গিয়ে দেখি মরদেহ পুকুরে ভাসমান। তারপর আমরা স্থানীয় লোকজনের সহায়তায় উপরে আনি। মরদেহ তুলে ইবি মেডিকেলে পাঠানো হয়। পরে সেখান থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

ইরফান উল্লাহ/এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।