বেরোবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সংঘর্ষ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বেরোবি
প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ১৩ অক্টোবর ২০২৫

ফুটবল খেলাকে কেন্দ্র করে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তিন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছে। এ ঘটনায় একজন শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মার্কেটিং, পরিসংখ্যান ও পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

বেরোবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সংঘর্ষ

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমান, রেজিস্ট্রার ড. হারুন অর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. ইলিয়াস প্রামাণিক শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেন। তবে উত্তেজিত শিক্ষার্থীরা দফায় দফায় সংঘর্ষে জড়ান।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।