ডাকসু-চাকসুর প্রভাব রাকসুতে পড়বে না: ছাত্রদলের ভিপি প্রার্থী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৬ এএম, ১৬ অক্টোবর ২০২৫
ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুর উদ্দীন আবির

ডাকসু, চাকসু ও জাকসুর প্রভাব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পড়বে না বলে মন্তব্য করেছেন রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুর উদ্দীন আবির।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের রহমতুন্নেছা হলের সামনে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আশা করছি সুষ্ঠু, বিতর্কহীন ও প্রশ্নহীন নির্বাচন হবে। অন্যান্য বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে বিতর্ক সৃষ্টি হয়েছে, আশা করবো আমাদের ক্যাম্পাসে এমন কোনো ঝামেলা সৃষ্টি যেন না হয়।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানকার শিক্ষার্থীরা স্বাধীনচেতা। রাবিয়ানদের প্রতিনিধি তারাই ঠিক করবে। শিক্ষার্থীদের ভোটের মাধ্যমেই ছাত্রদের প্রতিনিধি নির্বাচিত হবেন।

এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।